সপ্তর্ষি গুপ্ত একক শীর্ষস্থান নিউজিল্যান্ড ফিশার রান্ডম চ্যাম্পিয়নশিপ ২০২৫
21/12/2025 - সপ্তর্ষি গুপ্ত অপরাজিত থেকে ৫.৫ পয়েন্ট করে নিউজিলান্ড ফিশার রান্ডম চ্যাম্পিয়নশিপ ২০২৫ শীর্ষস্থান অধিকার করেন। তিনি সকলের থেকে অর্ধেক পয়েন্ট এগিয়ে শেষ করেন। FM ফেলিক্স যাই (নিউজিলান্ড) ৫ পয়েন্ট করে সব মিলিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন। কিন্তু ফেলিক্সকে আধিকারিক চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয় কারণ তিনিই সমস্ত নিউজিলান্ড খেলোয়াড়দের সর্বোচ্চ পয়েন্ট করেন। CM কেনড্রিক বটং ঝাং (নিউজিলান্ড) ও FM আলফেউস ওয়েই আর্ন আং (নিউজিলান্ড) দুজনেই ৪.৫ পয়েন্ট করেন। তাঁহারা তৃতীয় স্থান ভাগ করে নেন। মোট পুরস্কার মূল্য ছিল NZ$ ২৪৫০। প্রথম তিনটি পুরস্কার ছিল যথাক্রমে NZ$ ৫০০, ৩৫০ ও ২৫০। ইহা সপ্তর্ষির বছরের দ্বিতীয় আর সব মিলিয়ে নিউজিলান্ডে তৃতীয় টুর্নামেন্ট বিজয়প্রাপ্তি। ছবি: নিউজিল্যান্ড দাবা খবর